Amar Notun Ami
6
views
Lyrics
সবকিছুই ঠিকঠাক আছে কি চমৎকার নীল আলোর সরলতায় রংধনুর চিৎকার পুরোনো কথার মাঝে গা ঢাকা দেই সেই সুরেই গান গেয়ে যাই প্রত্যেক বারেই আর কত কথা বলা সোনার খাঁচায়? বিবেক ও বুদ্ধি চলে অন্য ধারায় আয়নায় তাকিয়ে দেখি এই তো আমি একবারও ভালো করে আমি দেখিনি ♪ কাগজেরই পাখা হাতে পরে আমি আকাশ ছুঁতে চাই ছায়ার মাঝে আমি হন্য হয়ে সত্য খুঁজে বেড়াই বিভ্রান্তকর এই মায়াজাল আমায় করে অবশ সবকিছুই আমি, আর সব আমারই দোষ ♪ সব কথার শেষ কথা আমি বলতে চাই অভিনয় থেকে সরে দাঁড়াই আমার নতুন আমি আজ করবো বরণ তোমার জন্য একটা উদাহরন ♪ কাগজেরই ঘুড়ি উড়িয়ে আমি আকাশ ছুঁয়ে যাই ছায়ার মাঝে আমি শুয়ে পড়ে ক্লান্তি এড়াই বিভ্রান্তকর এই মায়াজাল আমায় করেনি অবশ সবকিছুই আমি, আর সব আমারই দোষ
Audio Features
Song Details
- Duration
- 04:37
- Key
- 6
- Tempo
- 118 BPM