...Shore Daraye, Shesh Barer Moto
5
views
Lyrics
কুয়াশার মাঝে একজন হেঁটে আসে লন্ঠনের আলো জ্বেলে ভয় কাটে এত রাতে যাচ্ছি কোথায়? জিজ্ঞেস করে সে আমায় বলতে পারি না নিজেও জানি না কোথায় এলাম আমি? কিসের মাঝে, কেমন করে? এত আঁধার, আঁধার চারিপাশে বিদ্যুৎ চমকায়, চোখ ঝলসে যায় এই পথে এসেছি, অন্ধকার দেখেছি অনেকবার অনেকবার অনেকবার ফিরে আসছে সকালবেলা কথা একটু করে মনে পড়ছে দুপুরের সভ্যতা বিকেল-সন্ধ্যা রাতের পর রাত অযথা যন্ত্রণা হিসাব মেলানোর জন্য যত পরিকল্পনা ফিরে এসো তুমি, আমায় এ আঁধারে রেখে যেও না হিসাব মিলেছে এবার শোনো আমার, আমার প্রার্থনা তুমি তো মৃত্যুর দূত, নিয়ে যাবে না আমায় পুরোনো ঘর থেকে প্রাচীর ভেঙ্গে আমি এসেছি আমায় নিয়ে যাও আমাকে নিয়ে যাও আমায় নিয়ে যাও কোথায় এলাম আমি? কিসের মাঝে, কেমন করে? এত আঁধার, আঁধার চারিপাশে বিদ্যুৎ চমকায়, চোখ ঝলসে যায় এই পথে এসেছি, অন্ধকার দেখেছি অনেকবার অনেকবার অনেকবার ফিরে চাই পুরোনো, ও-ওহ-ওহ ফিরে চাই পুরোনো, ও-ওহ-ওহ ফিরে চাই পুরোনো আমার এ আবছা, ও-ওহ-ওহ আবছা খুলে মিলেছে দূর, বদ্ধ হাসে ফিরে এসো, চলে গেলে বহু দূর চলে এসো, চলো এবার বেড়িয়ে বসে আসি ফিরে এসো, চলে গেলে বহু দূর চলে এসো, চলো এবার বেড়িয়ে বসে আসি
Audio Features
Song Details
- Duration
- 11:36
- Key
- 3
- Tempo
- 102 BPM