Ohom
6
views
Lyrics
ফিরে যাই পুরনো ঘরে আবছা আলোয় দরজা খুলে মৃদু বাতাসে ঠাণ্ডা আলোর মাঝে স্মৃতি বেয়ে উঠি হৃৎপিন্ডের প্রতিটি আশ্বাসে অহংকারে মরণ শেষ নিঃশ্বাসে ঠিকানা প্রায়ই ভুলে যাই অবচেতনে ঘুরে বেড়াই কত লোক কত চেনা মুখ ঠাণ্ডা আলোয় দেখি তাদের সুখ ঘুমের ঘোরে চোখ মেলে দেখি শৈশব যৌবন পার হয়ে গেছি অহম বুঝে সরে দাঁড়ায় শেষ বারের মত ফিরে ফিরে আমি ফিরে ফিরে ফিরে যাই ফিরে যাই পুরনো ঘরে পুরনো ঘরেই ফিরে যাই ঘুমের ঘোরে চোখ মেলে দেখি শৈশব যৌবন পার হয়ে গেছি অহম বুঝে সরে দাঁড়ায় শেষ বারের মত
Audio Features
Song Details
- Duration
- 05:16
- Key
- 1
- Tempo
- 117 BPM