Cchaya

6 views

Lyrics

সবকিছুই আছে মনেরই মাঝে
 আমার নিঃসঙ্গতার আমার সম্প্রচার
 তোমার কাছে
 কিভাবে... আমাকে... বিদায় দিলে
 নিশ্চিন্ত কি হবে আর সবই অন্ধকার
 আলোর দেয়ালে নতুন এক আঁধার
 যখন সূর্যটা উঠে আমার মনের ভেতরে
 তখনো কেন ছায়ার মাঝে
 এই হৃদয়... এই সংশয়... এই প্রত্যয়
 বিস্তৃত অনুভূতি সবসময় স্মৃতি
 বেদনার পাশে আকাঙ্ক্ষাপ্রীতি
 আমার হাত চলে যায় আমার পুরনো খাতায়
 কত কি লেখা তোমার মায়ায়
 জড়িয়ে... নিশ্বাসে... আশ্বাসে
 নীলের উপর নীল ধরে তুমি উঠে গেলে
 কার শুন্যে
 তাকালেনা ফিরে তুমি
 গ্রাহ্য করলেনা মাটির সততা
 এতোই কি লোভনীয় ছিল সেই নীলের চমক
 আসক্ত করেছে সেই ভয়াবহতা বিষন্নতা
 সবুজের টানে তুমি চলে গেলে মলীন বনে
 বুঝলেনা ঠান্ডা ঘরের
 নীরিহ (এখনো তোমাকে আমি চাই)
 নিস্তব্ধ (সবুজের মাঠে আমি যাই)
 নির্জন (এখনো তোমার ছায়ায়)
 

Audio Features

Song Details

Duration
05:40
Key
1
Tempo
141 BPM

Share

More Songs by The Watson Brothers

Albums by The Watson Brothers

Similar Songs